যখন নীরবে দূরে,দাঁড়াও এসে,
যেখানে পথ বেঁকেছে তোমার ছুঁতে চাওয়ার মুহূর্তরা
কে জানে, কি আবেশে দিশাহারা
আমিও ছুটে যাই সে গভীরে
আমিও ধেয়ে যাই কি নিবিড়ে
তুমি কি মরিচিকা,না, ধ্রুবতারা
তোমার ছুঁতে চাওয়ার মুহূর্তরা, কে জানে, কি আবেশে দিশাহারা
যখন রোদেরই কণা, ধানেরই শীষে বিছিয়ে দেয় রোদ্দুর,
তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা কে জানে কি আবেশে দিশাহারা
আমিও ধেয়ে যাই কি আনন্দে
তুমি কি, ভুলে যাওয়া কবিতারা??
Band :- শহর
শিল্পীঃ- অনিন্দ্য বোস
No comments:
Post a Comment