Thursday, April 22, 2010

ছোঁয়া


দীঘার সমুদ্রের ধার দিয়ে যখন হাঁটছিলাম
তুমি বলেছিলে, "ওই তো ঝাউবন, আর একটু হাঁটলেই ধরে ফেলব.."

আজ সেই ঝাউবনের মতই সব কিছু, ধরে ফেলছি প্রতিনিয়ত,
ছুঁতে পারছি কোথায়?

No comments: